খেলাধুলা

বায়ার্নে গেলেন রিয়ালের রদ্রিগেজ

ক্রীড়া ডেস্ক : হামেস রদ্রিগেজ রিয়াল মাদ্রিদ ছাড়ছেন- এমন গুঞ্জন চলছিল দলবদলের মৌসুম শুরুর পর থেকেই। কলম্বিয়ান ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে ইংল্যান্ড নয়, দুই বছরের জন্য ধারে তিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। বায়ার্ন আজ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৯ সালের জুন পর্যন্ত রদ্রিগেজকে নিজেদের করে নিয়েছে জার্মান ক্লাবটি। দুই বছর পর তাকে রিয়াল থেকে কিনতেও পারবে তারা। দুই বছরের জন্য বায়ার্নের রিয়ালকে দিতে হবে ৯ মিলিয়ন পাউন্ড। দুই বছর পর পাকাপাকিভাবে পেতে চাইলে খরচ করতে হবে আরো ৩১ মিলিয়ন পাউন্ড। বায়ার্নে কার্লো আনচেলত্তির সঙ্গে পুনর্মিলন হতে যাচ্ছে রদ্রিগেজের। ২০১৪ সালে রিয়ালে যোগ দেওয়ার পর তিনি আনচেলত্তির অধীনে খেলেছেন। রিয়ালের হয়ে ১১১ ম্যাচে ৩৬ গোল ও ৪১টি অ্যাসিস্ট করেন কলম্বিয়ান ফরোয়ার্ড।

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৭/পরাগ