খেলাধুলা

বেঙ্গালুরুতে থাকছেন না গেইল?

ক্রীড়া ডেস্ক : ২০০৮ সালে আইপিএলে দল পান ক্রিস গেইল। আইপিএলে তিনি যাত্রা শুরু করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সি গায়ে। অবশ্য কেকেআরের হয়ে ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে তার অভিষেক হয়। তিন মৌসুম কেকেআরের সঙ্গে থেকে ২০১১ সালে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর থেকে সবশেষ আসর পর্যন্ত তিনি বেঙ্গালুরুতেই ছিলেন। একটি-দুটি বছর নয়, ৭টি বছর। এবার বুঝি এই সাত বছরের বন্ধন ভাঙতে যাচ্ছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুরে এই ব্যাটসম্যান। আজ ২০১৮ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি খেলবেন কিনা সে বিষয়ে জানতে চাইলে গেইল বলেন, ‘সত্যি বলতে কী, এটা আসলে পুরোপুরি নির্ভর করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপর। নিলাম সবার জন্যই উন্মুক্ত থাকবে। পাশাপাশি আমি বলব আরসিবি খুবই ভালো দল। এমন একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারাটা আমার জন্য দারুণ কিছু। আসলে ভবিষ্যতে কী হবে সেটা আমরা কেউ-ই নিশ্চিত করে বলতে পারি না। তবে যাই হোক না কেন আপনারা দেখবেন যে গেইল আইপিএলে ঝড় তুলছে। সেটা যে দলের হয়ে-ই হোক।’ গেল আসরে বেঙ্গালুরুর হয়ে ৯টি ম্যাচ খেলেছেন গেইল। ৯ ম্যাচে রান করেছেন ২০০। কোনো সেঞ্চুরি ছিল না। সর্বোচ্চ রান ছিল ৭৭। অবশ্য বল হাতে নেওয়ার সুযোগ হয়নি তার।  আজ থেকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ২০১৮ সালের আইপিএলে যোগ দিবে দল দুটি। ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে তারা। রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৭/আমিনুল