খেলাধুলা

চোট পেয়েছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : প্রতিদিনকার মতো আজও বাসা থেকে ঠিকঠাক বের হয়েছিলেন সাকিব আল হাসান। উদ্দেশ্য মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। যেখানে চলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি ক্যাম্প।  ওল্ড ডিওএইচএসের তিন তলা বাসা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় হঠাৎ সাকিবের বাম পা’টা মচকে যায়। তখন থেকেই বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন সাকিব। গাড়িতে করে ছুটে আসেন মিরপুরে। বিসিবির চিকিৎসককে দেখিয়ে হালকা ট্রিটমেন্ট নিয়ে ফিরে যান বাসায়। জানা গেছে, সাকিবের বাম পায়ের গোড়ালি ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আগামী দুদিন (৪৮ ঘন্টা) এভাবেই থাকতে হবে সাকিবকে। এ সময়ে ক্যাম্পে যোগ দেবেন না। বাসায় বিশ্রাম করতে বলা হয়েছে। অপ্রয়োজনে হাঁটাহাঁটি করতে মানা করেছেন বিসিবির চিকিৎসক। বড় কোনো চোট আছে কি না, এমন প্রশ্নে বেশি কিছু জানাতে পারেনি বিসিবির চিকিৎসক। জানিয়েছেন ব্যান্ডেজ খোলার পর এক্সরে করে দেখা হবে সাকিবের গোড়ালি। এরপর পরবর্তী করণীয় ঠিক করবেন তারা। তবে বড় কিছুর শঙ্কা করছেন না। চলতি সপ্তাহ বিশ্রামে কাটানোর পর আগামী সপ্তাহেই ট্রেনিংয়ে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/আমিনুল