খেলাধুলা

শততম টেস্টের অপেক্ষায় ওভাল

ক্রীড়া ডেস্ক : আগামী ২৭ জুলাই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে লন্ডনের কেনিংটন ওভালে। এই ম্যাচ দিয়ে এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি।  ক্রিকেট ইতিহাসের চতুর্থ স্টেডিয়াম হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ২৩ হাজার ৫০০ দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি। এর আগে ১০০ টেস্ট ম্যাচ আয়োজন করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (১৩৪), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (১০৯) ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড (১০৫)। কেনিংটন ওভালে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৮০ সালে। খেলেছিল স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে সেটি ছিল প্রথম কোনো টেস্ট ম্যাচ। ইংল্যান্ড বাদে এই মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, ৩৭টি। ইংল্যান্ডের জন্য সব সময় পয়মন্ত এই মাঠ। ৯৯ ম্যাচের ৪০টি জিতেছে, ড্র করেছে ৩৭টি, হেরেছে মাত্র ২২টি। টেস্টের পাশাপাশি ওভালে নিয়মিত ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হয়। ১৯৭৩ সালে হয়েছিল প্রথম ওয়ানডে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হয়েছিল এই মাঠেই। সব মিলিয়ে এখন পর্যন্ত কেনিংটন ওভালে ওয়ানডে ম্যাচ হয়েছে ৬৫টি।  ফাফ ডু প্লেসি ও জো রুট আগামী ২৭ জুলাই টস করতে নামলেই ইতিহাসের পাতায় নাম লেখাবে কেনিংটন ওভাল। রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ