খেলাধুলা

প্রাইজমানির রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন

ক্রীড়া ডেস্ক : টেনিসে বছরের শেষ গ্ল্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন শুরু হবে আগামী ২৮ আগস্ট থেকে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।  বছরের শেষ গ্ল্যান্ড স্লাম টুর্নামেন্টটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। প্রাইজমানিতে সব টুর্নামেন্টকে ছাড়িয়ে যাচ্ছে ইউএস ওপেন। এবারের ইউএস ওপেনের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫০.৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সালের তুলনায় প্রাইজমানি প্রতি রাউন্ডে গড়ে প্রায় সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।  এ সম্পর্কে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাটরিনা এ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, ‘পাঁচ বছর আগে আমরা খেলোয়াড়দের প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউএস ওপেনের প্রাইজমানি ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি।’ ভাবছেন পুরুষ কিংবা নারী এককে শিরোপা-জয়ী কত প্রাইজমানি পাবে? সেটাও চমকে যাবার মতোই খবর। রজার ফেদেরার, রাফায়েল নাদাল কিংবা পুরুষ এককে শিরোপা জয়ী তারকা ৩.৭ মিলিয়ন ডলার পুরস্কার জিতবে। নারী এককেও সমান-সংখ্যক প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া রানার-আপ পাবে ১.৮২৫ মিলিয়ন ডলার। ডাবলসেও রেকর্ড অর্থ পেতে যাচ্ছেন টেনিস তারকারা। ৬ লাখ ৭৫ হাজার ডলার পাবে চ্যাম্পিয়ন দল। শুধু প্রাইজমানিতে পরিবর্তন আনেনি ইউএস ওপেন কর্তৃপক্ষ। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ক্যাটরিনা এ্যাডামস বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়, সমর্থক, স্পন্সর এবং আমাদের স্টাফদের সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করা। খেলোয়াড়রা এবার অনুশীলনের সেরা ফ্যাসিলিটি পাবে। খাবারেও থাকবে ভিন্নতা। সব মিলিয়ে জমকালোভাবে ইউএস ওপেন আয়োজন করা হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ