খেলাধুলা

ইতিহাসের সামনে ভারত

ক্রীড়া ডেস্ক : ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। রোববার লর্ডসের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ছেলেদের বিশ্বকাপেরও দুই বছর আগে ১৯৭৩ সালে শুরু হয়েছিল মেয়েদের বিশ্বকাপ। গত ১০ টুর্নামেন্টের ৯টিই ভাগাভাগি করে নিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া জিতেছে ৬ বার, ইংল্যান্ড ৩ বার। ২০০০ সালের টুর্নামেন্টটা জিতেছে কেবল নিউজিল্যান্ড। এবার বর্তমান চ্যাম্পিয়ন এক যুগ পর ফাইনালে উঠেছে ভারত। ২০০৫ সালে ভারত প্রথমবার ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। এবার স্বপ্নের শিরোপা জিততে পারবে ভারতের মেয়েরা? ইংল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর ফাইনাল নিয়ে ভারতীয় অধিনায়ক মিতালি রাজ বলেছেন, ‘ইংল্যান্ডের পক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে ওই দিন আমরা কী রকম পারফর্ম করব, তার ওপর নির্ভর করছে সব কিছু। আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা দুটোই নিখুঁত হওয়া চাই।’ মিতালি এখন মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক। সবচেয়ে বেশি উইকেটের মালিকও ভারতের- ঝুলন গোস্বামী। দুজনেরই বয়স ৩৪ পেরিয়েছে। তাদের বিশ্বকাপ জয়েরও এটাই শেষ সুযোগ।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/পরাগ