খেলাধুলা

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ছয় দলের খেলোয়াড় তালিকা

ক্রীড়া প্রতিবেদক : যাদের শ্রম, মেধা আর নিবিড় অধ্যবসায়ে সমৃদ্ধ হয়েছে এদেশের ক্রিকেট, আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন স্বর্ণালী সে সময়ের তারকারা। বাংলাদেশের জার্সি গায়ে যাঁরা জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন তাদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে `ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০১৭।’ ২৬ জুলাই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই ভেন্যুতে শুরু হবে এবারকার আয়োজন। ফাইনাল হবে ২৯ জুলাই। শনিবার প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে ছয় দল নিজেদের দল চূড়ান্ত করেছে। এক নজরে খেলোয়াড়দের তালিকা :    একমি রাজশাহী মাস্টার্স : খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, রফিকুল ইসলাম খান, শেখ গোলাম মোস্তফা, মজিরুল ইসলাম, মাহমুদুল হাসান রানা, মো. রাশেদুজ্জামান, আলী আরমান রাজন, তরিকুল ইসলাম তারেক, গাজী আলমগীর, ইমতিয়াজ মোহাম্মদ পলাশ, এ জেড এম শাফায়াতুল কিরন।

 

বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ মাস্টার্স : জাকির হাসান, সানোয়ার হোসেন, নাইমুর রহমান দূর্জয়, মোহাম্মদ রফিক, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, তৌহিদুল হোসেন শ্যামল, আরাফাত সালাউদ্দিন, লাবলুর রহমান, শাফাক আল জাবির, ইমরান পারভেজ রিপন, আদীল আহমেদ, হুমায়ূন কবির, সাব্বির খান শাফিন, তৌহিদুল ইসলাম চপল। এক্সপো অলস্টার্স মাস্টার্স : মাসুদুর রহমান মুকুল, তালহা জুবায়ের, আসাদুল্লাহ খান বিপ্লব, এহসানুল হক সেজান, হাসিবুল হোসেন শান্ত, রাশিদুল হক সুমন, মেহরাব হোসেন অপি, মোর্শেদ আলী খান সুমন, জাহাঙ্গীর আলম, নিয়াজ মোর্শেদ নাহিদ, সোহেল হোসেন পাপ্পু, জহিরুল হক খান রাশেদ, মো. নুরুজ্জামান তুহিন, বাকি বিল্লাহ হিমেল। ইস্পাহানী চিটাগাং মাস্টার্স : আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আহসানউল্লাহ হাসান, শাহনেয়াজ কবির শুভ্র, শফিউল্লাহ খান জেম, সাইফউল ইসলাম খান, মুশফিকুর রহমান বাবু, জুবায়ের মোহাম্মেদ ইশতিয়াক, ফজলে বারী খান, গোলাম মুর্তজা।

 

র-ন্যাশন ঢাকা মেট্রো মাস্টার্স : খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, তানভির আহমেদ তিমির, মনিরুজ্জামান, ফয়সাল হোসেন ডিকেন্স, আনিসুর রহমান সঞ্চয়, মনিরুল ইসলাম তাজ, আনিসুল হাকিম রব্বানী, ইকবাল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন, মিনহাজ আহমেদ শাফিল, ইমরান হামিদ পার্থ, মির জিয়াউদ্দিন আহমেদ, মিজানুর রহমান বাবুল। টাইটান্স খুলনা মাস্টার্স : হারুন অর রশিদ লিটন, মোহাম্মদ সেলিম, জামাল উদ্দিন আহমেদ, হাসানুজ্জামান ঝড়ু, হাবিবুল বাশার সুমন, নিয়াজ মোর্শেদ পল্টু, শফিউদ্দিন আহমেদ বাবু, মুরাদ খান, তাসরিকুল ইসলাম টোটাম, আনোয়ার হোসেন মনির, ফাহিদ মুনতাসিন সুমিত, মিজানুর রহমান পাটোয়ারী, শাকিল কাশেম, আমিরুজ্জামান বাবু। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/ইয়াসিন/আমিনুল