খেলাধুলা

মাশরাফি এবার রংপুর রাইডার্সে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে মাশরাফি বিন মর্তুজা দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে। দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক শনিবার মিরপুরে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ইশতিয়াক সাদেক বলেছেন, ‘আমাদের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। আমাদের সঙ্গে গতকাল মাশরাফির আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রংপুরের হয়ে এবারই প্রথম খেলবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।’

 

‘মাশরাফি বিপিএল তথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লাকি চার্ম। সে আমাদের দলেরও অধিনায়ক থাকবেন। বিপিএলের আগের চার আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফি। সে আমাদের হয়েও একই ধারাবাহিকতা রাখবে বলে প্রত্যাশা করছি।’-যোগ করেন ইশতিয়াক সাদেক। বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সের মালিকানা কিনে নিয়েছে। নতুন করে দল সাজাচ্ছে দেশের অন্যতম বড় শিল্প পরিবারটি। টিম ম্যানেজম্যান্টেও আনছে পরিবর্তন। এবার দলটির কোচিং পদে যোগ দিচ্ছেন টম মুডি। ইশতিয়াক সাদিক জানালেন, দুই বছরের জন্য রংপুরের সঙ্গে চুক্তি করেছেন টম মুডি। মাশরাফি ও টম মুডির জুটি রংপুরকে বড় সাফল্য এনে দিবে বলে বিশ্বাস তার। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/ইয়াসিন/আমিনুল