খেলাধুলা

২৮ জুলাই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক : আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের দশম আসর। বেশ কয়েকবার পিছিয়ে অবশেষে ২৮ জুলাই লিগ শুরুর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তে অটল রয়েছে লিগ কমিটি। আজ শনিবার বাফুফের পেশাদার লিগ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ অন্যান্যরা। ঘরোয়া এই লিগে এবারের আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১০ লাখ। এ ছাড়া প্রত্যেকটি দল অংশগ্রহণ ফি বাবদ ১০ লাখ টাকা করে পাবে। প্রিমিয়ার লিগে অংশ নিতে যাওয়া ১২টি দল হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, বিজেএমসি, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ ও সাইফ স্পোর্টিং ক্লাব। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/আমিনুল