খেলাধুলা

বায়ার্নের জালে মিলানের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপের ম্যাচে জ্বলে উঠেছে এসি মিলান। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। শনিবার সেনজেন ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টার মাঠে এসি মিলানের গোল উৎসবের সূচনা করেন ফ্রাঙ্ক কেসি। ম্যাচের ১৪ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। ম্যাচের ২৫ মিনিটে বায়ার্ন রক্ষণের দূর্বলতার সুযোগ নিয়ে দলের ব্যবধান দিগুণ করেন প্যাটরিক কাটরোন। বিশ্রামে যাওয়ার আগে ম্যাচের ৪৩ মিনিটে এসি মিলানের তৃতীয় গোলটিও আসে তার কাছ থেকেই। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় এসি মিলান। বিরতির পরও বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নকে কোনো গোলের সুযোগ দেয়নি এসি মিলান। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে দলটির হয়ে চতুর্থ গোলটি করেন হাকান কাহাঙ্গলু। আর শেষপর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় এসি মিলান। কয়েকদিন আগে জুভেন্টাস ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন লিওনার্দো বুনচ্চি। তার অভিষেক ম্যাচটি ভালোই রাঙিয়ে রাখল সতীর্থরা। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে এর আগের ম্যাচটি সুখকর হয়নি এসি মিলানের জন্য। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছিল তারা। তবে এক ম্যাচ পরেই শক্তিশালী বায়ার্নের বিপক্ষে বড় জয়ে দারুণভাবে অনুপ্রাণিত হতে পারে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি।

       

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/শামীম