খেলাধুলা

বিপিএল: যে কারণে একাদশে পাঁচ বিদেশি

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিপিএলে প্রতি একাদশে সর্বোচ্চ পাঁচ বিদেশি ক্রিকেটার খেলবে, টুর্নামেন্ট আয়োজনের শুরু থেকেই এমন পরিকল্পনা করে আসছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই পরিকল্পনা বাস্তবে রূপ পেল আজ। দুপুরে সংবাদ সম্মেলন করে বিপিএলের আয়োজকরা জানিয়েছে, এবারের বিপিএলে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। চাইলে খেলাতে পারবে চারজন কিংবা তিনজনও। কিন্তু তিনজনের কম বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ দুই আসরে চারজন বিদেশি ক্রিকেটার বিপিএলের প্রতি একাদশে খেলেছিল। প্রথম দুই আসরে অবশ্য পাঁচ বিদেশি ক্রিকেটার খেলেছিল। তৃতীয় আসর থেকে সেই সিদ্ধান্ত পাল্টে যায়। তৃতীয় ও চতুর্থ আসরে চার বিদেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমেছিল প্রতিটি দল। এবার আবারও পাঁচ বিদেশি ক্রিকেটার। কিন্তু কেন? বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শুনিয়েছেন পেছনের গল্প, ‘ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে একটা চাপ পাচ্ছিলাম, তাদের কাছ থেকে একটা লিখিত মত নিয়েছি। আটটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে সাতটা ফ্র্যাঞ্চাইজি মত জানিয়েছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি পাঁচজন বিদেশি ক্রিকেটার চেয়েছে। যেহেতু টিম বেড়েছে, সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এবার পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছি।’ জানা গেছে, সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচটি পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর পক্ষে মত দিয়েছে! কিন্তু চূড়ান্ত মত দেওয়ার আগে বিপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে পাঁচ ফ্র্যাঞ্চাইজি চার বিদেশি খেলোয়াড় খেলানোর পক্ষে ছিল। ওই বৈঠকে দুই ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল পাঁচ বিদেশি ক্রিকেটার খেলাতে। ভোটে হেরে যাওয়ার পরও পাঁচজন খেলাতে বদ্ধপরিকর পক্ষ দুটি বিপক্ষে ভোট দেওয়া তিন ফ্র্যাঞ্চাইজিকে পক্ষে টানার চেষ্টা করছে! সেই চেষ্টায় তারা সফল। সব মিলিয়ে এখন পাঁচ ফ্র্যাঞ্চাইজি পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর পক্ষে। তবে দুই ফ্র্যাঞ্চাইজি এখনো চার ক্রিকেটারের পক্ষে। সেই দুই ফ্র্যাঞ্চাইজি হলো রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। যারা পক্ষে গিয়েছেন সেই তালিকায় আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস। এরই মধ্যে দলগুলো বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে। তবে দেশী ক্রিকেটারদের কম গুরুত্ব দিয়ে বিদেশি ক্রিকেটার বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত, তা সময়ই বলে দেবে। রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ