খেলাধুলা

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থাকে ওয়ালটনের উপহার

ক্রীড়া প্রতিবেদক : কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থাকে একটি রেফ্রিজারেটর উপহার দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। সোমবার কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুর কাছে রেফ্রিজারেটরটি হস্তান্তর করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার এডিসি সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম নান্নু ও ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ। ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু বলেন, ‘ওয়ালটন সব ধরনের খেলাধুলার পাশে আছে। তাদের পৃষ্ঠপোষকতায় দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। খেলাধুলার পাশাপাশি তারা বিভিন্ন সংগঠন ও সংস্থারও পাশে দাঁড়াচ্ছে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থাকে একটি রেফ্রিজারেটর দেওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’ ওয়ালটন গ্রুপের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘অনেক সময় দেখা যায় খেলোয়াড়রা আহত হন। সে সময় বরফ পাওয়া যায় না। এ ছাড়া আরো নানা প্রয়োজনে ফ্রিজ দরকার হয়। সেই ভাবনা থেকেই কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থাকে এই উপহার দেওয়া।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/আমিনুল/পরাগ