খেলাধুলা

ডুমিনিকে ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড সফরে শেষ দুই টেস্টের দল থেকে জেপি ডুমিনিকে ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডুমিনি লর্ডসে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ১৭ রান। ফলে ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের দল থেকে তিনি বাদ পড়েন। ওই ম্যাচে ইংল্যান্ডকে ৩৪০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। ডুমিনিকে ছেড়ে দিলেও অভিষেকের অপেক্ষায় থাকা আইডেন মার্করামকে দলের সঙ্গেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে ছিলেন। ফাফ ডু প্লেসির ব্যাকআপ হিসেবে সুযোগ পান টেস্ট দলে। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ডু প্লেসি লর্ডস টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে ডু প্লেসি ফেরায় মনে করা হচ্ছিল মার্করামকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে তাকে দলের সঙ্গেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার ডুমিনিকে ছেড়ে দেওয়ার পরও তিনি দলের সঙ্গেই থাকবেন। তবে একাদশে সুযোগ পাওয়া কঠিন। মার্করাম বাদেই যে প্রোটিয়া দলে আছে ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান। রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/পরাগ