খেলাধুলা

শ্রীলঙ্কার সামনে কঠিন পরীক্ষা

ক্রীড়া ডেস্ক : দেশের মাটিতে শ্রীলঙ্কার সাম্প্রতিক টেস্ট রেকর্ডটা মন্দ নয়। সর্বশেষ ছয় টেস্টের পাঁচটিতেই শ্রীলঙ্কা জিতেছে। এর মধ্যে তারা অস্ট্রেলিয়াকে করেছে হোয়াইটওয়াশ। ৩-০ ব্যবধানে জেতা সেই সিরিজে নায়ক ছিলেন স্পিনার রঙ্গনা হেরাথ। গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। ওই সিরিজেই বাংলাদেশের কাছে প্রথমবার টেস্ট হারে শ্রীলঙ্কা। সপ্তাহ দুয়েকেরও কম সময় আগে র‍্যাঙ্কিংয়ের নিচের সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিততে ঘাম ছুটে যায় লঙ্কানদের। এবার শ্রীলঙ্কার সামনে আরো কঠিন পরীক্ষা। এবার যে তারা টেস্ট খেলতে যাচ্ছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে। বুধবার গলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট শুরুর পাঁচ দিন আগেই বড় একটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টপ অর্ডারে পরীক্ষানিরীক্ষা চালাবেন বলে মনে হয় না। শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন অভিনব মুকুন্দ। এটি হতে যাচ্ছে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৫০তম টেস্ট ম্যাচ। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/পরাগ