খেলাধুলা

দুপুরে পর্দা উঠছে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের

ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে : কিংবদন্তি ক্রিকেটারদের পদচারণায় মুখরিত কক্সবাজার। সংবাদকর্মীর উপস্থিতি চোখে পরার মতো। প্রাক্তন ক্রিকেটার, সংবাদকর্মী, আয়োজক, পৃষ্ঠপোষক- সব মিলিয়ে সাজসাজ রব। সবকিছু হচ্ছে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালকে ঘিরে। আজ দুপুরে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। শঙ্কার মেঘ কেটে গেছে। কক্সবাজারের আকাশে এখন ঝলমলে রোদ। কক্সবাজারে মঙ্গলবার সারাদিন বৃষ্টি হলেও সন্ধ্যা থেকে আর বৃষ্টি হয়নি। বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও এরপর থেকে কক্সবাজারের আকাশে ঝলমলে রোদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুরে পর্দা উঠবে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের। দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে। মুখোমুখি হবে এক্সপো অলস্টার্স ও একমি রাজশাহী। এরপর আরো একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে আজ। অবশ্য সূচি অনুযায়ী বিকেল ৩টায় দুই মাঠে (মূল মাঠ ও একাডেমি মাঠ) একযোগে শুরু হওয়ার কথা ছিল দুটি ম্যাচ। কিন্তু মূল মাঠ এখনো খেলার উপযোগী না হওয়ায় একাডেমি মাঠেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। মূল মাঠটি খেলার উপযোগী হতে আরো একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন গ্রাউন্ডসম্যানরা। রাইজিংবিডি/কক্সবাজার/২৬ জুলাই ২০১৭/আমিনুল/শামীম