খেলাধুলা

প্রত্যাবর্তনে ধাওয়ানের ব্যাটে ১৯০

ক্রীড়া ডেস্ক : প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। যদিও ভারতীয় এই ওপেনার মাত্র ১০ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পাননি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৮ বলে করেছেন ১৯০। টেস্টের প্রথম দিন আজ টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে অভিনব মুকুন্দের উইকেট হারায় ভারত। এরপরই দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে ২৫৩ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান। লাঞ্চের আগে ধাওয়ান ফিফটি পূর্ণ করেন ৬২ বলে। যদিও ৩১ রানে জীবন পেয়েছিলেন আসেলা গুনারত্নে স্লিপে ক্যাচ ফেলায়। সেটিই কাজে লাগিয়ে ১১০ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। ধাওয়ান লাঞ্চ আর চা বিরতির মাঝের সেশনে মাত্র ৯০ বলে করেন ১২৬ রান। যেটি টেস্টের দ্বিতীয় সেশনে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে দ্বিতীয় সেশনে পলি উমরিগরের ১১০ ছিল আগের সর্বোচ্চ। চা বিরতির আগের ওভারে নুয়ান প্রদীপের বলে মিড অফে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ধাওয়ান ফেরেন ব্যক্তিগত ১৯০ রানে। ১৬৮ বলে ৩১টি চারে ইনিংসটি সাজান বাঁহাতি ব্যাটসম্যান। ধাওয়ান ২০১৩ সালে মোহালিতে টেস্ট অভিষেকেই ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৫ সালে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে খেলেন আরো একটি দেড়শ ছাড়ানো ইনিংস (১৭৩)। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর টেস্ট খেলতে নেমে দেড়শ পার করেলন আজও। কিন্তু ডাবল সেঞ্চুরিটা অধরাই রয়ে গেল!  রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/পরাগ