খেলাধুলা

ক্যাম্পে ফিরেছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : কোমরের চোট কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন মাহমুদউল্লাহ। আজ পুরোপুরি অনুশীলন শুরু না করলেও জিমে ঘাম ঝরিয়েছেন। আগের দিন মাহমুদউল্লাহ নিজেই জানিয়েছিলেন, আজ থেকে সাইক্লিং শুরু করবেন। কথামতো আজ সকালে সাইক্লিং শুরু করেন জাতীয় দলের মিডল অর্ডার এই ব্যাটসম্যান। জিমে সময় দেওয়ার আগে ফিজিও বায়জেদুল ইসলামকে কোমর দেখিয়ে নেন। ফিজিওর মতে, ‘এখন কোনো সমস্যা দেখছি না। মাহমুদউল্লাহ কাজ শুরু করেছে। কাজ করতে গেলে কোথাও ব্যথা অনুভব করলে বাকিটা বোঝা যাবে।’ চলতি সপ্তাহে ক্যাম্পে ফিরেছেন পেসার রুবেল হোসেনও। ফিটনেস ট্রেনিং নিয়ে কাজ শুরু করলেও আজ থেকে বোলিং শুরু করেছেন জাতীয় দলের এই পেসার। জানা গেছে, ইনডোরে নিজ উদ্যোগেই বোলিং করেছেন রুবেল। আগামীকাল রাতে দেশে ফেরার কথা রয়েছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের। চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন হাথুরুসিংহে। তার ফিরে আসার পরই জাতীয় দলের ফুল স্কোয়াড স্কিল অনুশীলন শুরু হবে। শনিবার থেকেই এ ক্যাম্প শুরু হওয়ার কথা। রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ