খেলাধুলা

গুনারত্নের ভারত সিরিজ শেষ

ক্রীড়া ডেস্ক : শঙ্কা জেগেছিল আগের দিনই। আজ সেই শঙ্কাই বাস্তবে রূপ নিল। বাঁহাতের বুড়ো আঙুলে মারাত্মক চোট পাওয়া আসেলা গুনারত্নে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ তো বটেই, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না। গুনারত্নে চোটটা পেয়েছেন বুধবার শুরু হওয়া গলে টেস্টের প্রথম দিন সকালে। লাহিরু কুমারার বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ক্যাচটা নিতে গিয়েই বিপত্তি। গুনারত্নে ক্যাচ তো ফেলেনই, উল্টো চোট পান আঙুলে। মাঠ ছাড়েন তখনই। পরে স্ক্যানে তার বাঁহাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়ে। কলম্বোয় আগামী মঙ্গলবার রাতে গুনারত্নের আঙুলে অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে তাকে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আজ শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে গুনারত্নের খেলার কোনো সম্ভাবনা নেই। শ্রীলঙ্কা ক্রিকেটের ম্যানেজার অসাঙ্কা গুরুসিনহা বলেছেন, ‘এটা খুবই দুঃখের। গুনারত্নের বাঁহাতের বুড়ো আঙুলের সামান্য নিচে দিকের হাড় তিন টুকরো হয়ে গেছে। খুবই মারাত্মক ইনজুরি এটি। আমরা তার এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসার জন্য তাকে কলম্বোতে পাঠিয়ে দিয়েছি।’  সিরিজের শুরুতেই গুনারত্নের ছিটকে যাওয়াটা শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই। গুরুসিনহাও বলেছেন, ‘আমরা আসেলাকে হারিয়েছি ব্যাটসম্যান ও বোলার হিসেবে। সে একজন লড়াকু ক্রিকেটার এবং সে অনেক রান করতে পারে। তাকে হারানোটা আমাদের জন্য অনেক বড় চাপের।’ রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/পরাগ