খেলাধুলা

ক্লাসিকো হেরে উদ্বিগ্ন নন জিদান

ক্রীড়া ডেস্ক : এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে উদ্বিগ্ন নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তার দৃষ্টি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচের দিকে। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে তিন ম্যাচেই হেরেছে রিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হারের পর প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটির কাছে হারে ৪-১ গোলে। সর্বশেষ আজ মিয়ামিতে রোমাঞ্চকর এল ক্লাসিকোতে বার্সার কাছে হারে ৩-২ গোলে। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বলেছেন, ‘এই পরাজয়ে আমি চিন্তিত নই। এটা সব সময়ই কষ্টের, আমরা হারতে পছন্দ করি না। কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের উন্নতি করা দরকার এবং কিছু বিষয় পরিবর্তন করা দরকার।’ রিয়াল কোচের ভাবনায় এখন আগামী ৮ আগস্ট ইউনাইটেডের বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচ, ‘৮ অগাস্টের জন্য প্রস্তুত হওয়াটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। মাঠে আমি ভালো কিছু দেখেছি। আবার কিছু বিষয় আমার পছন্দ হয়নি। আমাদের ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং উয়েফা সুপার কাপের জন্য প্রস্তুত হতে হবে।’ প্রাক-মৌসুমের হারে কোনো কিছুই পাল্টায়নি বলে মনে করেন জিদান, ‘এটা প্রাক-মৌসুম। যেসব ফল পেয়েছি, তা আমরা প্রত্যাশা করিনি। তবে এতে কিছুই পাল্টায়নি।’ ইউরোপে ফেরার আগে আগামী বুধবার শিকাগোতে এমএলএস অল-স্টারসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে জিদানের রিয়াল। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই অবশ্য যুক্তরাষ্ট্র সফরে গেছে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। তথ্যসূত্র : গোল ডটকম। রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৭/পরাগ