খেলাধুলা

কিছুটা উন্নতি খালেদ মাহমুদের

ক্রীড়া প্রতিবেদক: ব্রেইন স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাকে নিয়ে সংকট এখনও কাটেনি তবে গতকাল রাতের থেকে কিছুটা উন্নতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় তাকে শেষবারের মতো পর্যবেক্ষণ করবেন চিকিৎসরা। সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত তখনই চূড়ান্ত হবে। তবে সিঙ্গাপুরে নেওয়ার আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাবতীয় সকল কিছুর ব্যবস্থা করছে। প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও।  বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার সকালে রাইজিংবিডিকে জানিয়েছেন, গতকাল সিটি স্ক্যান করা হয়েছিল। আজ সকালে এমআরআই করানো কথা। রাতের থেকে এখন কিছুটা ভালো আছে। শরীর সাড়া দিয়েছে। লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে।’ ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালককে। দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। পাশাপাশি ডায়াবেটিসও রয়েছে। শনিবার গভীর রাতে তার শরীর খারাপ হলে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রোববার তাকে নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। শনিবার ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে অংশ নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেন খালেদ মাহমুদ। র-নেশন ঢাকা মেট্রো মাস্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৭/ইয়াসিন