খেলাধুলা

নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ২০১৭-১৮ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড। এ সময়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ড চার টেস্ট, ১৬ ওয়ানডে এবং ছয় টি-টোয়েন্টি খেলবে। নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ট্রাই সিরিজ। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে। যদি ইডেন পার্কের ফাইনালে উঠে তাহলে আরও একটি ম্যাচ বেশি খেলার সুযোগ হবে। এছাড়া ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিউইরা। দুই দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক দল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে। পাকিস্তান আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফর করবে। ৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দুই দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৭/ইয়াসিন/টিপু