খেলাধুলা

২৪ বছরের রেকর্ড ভাঙলেন ধাওয়ান-রাহুল

ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরির সুযোগ ছিল দুজনের সামনেই। কিন্তু লোকেশ রাহুল আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে। তবে শিখর ধাওয়ান ভুল করেননি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ট টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে দুই ভারতীয় ওপেনার ভেঙেছেন ২৪ বছর পুরোনো এক রেকর্ডও। আজ টেস্টের প্রথম দিন উদ্বোধনী জুটিতে ধাওয়ান-রাহুল তোলেন ১৮৮ রান। শ্রীলঙ্কার মাটিতে টেস্টে সফরকারী দলের এটিই সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। আগের রেকর্ডও ছিল ভারতের। ১৯৯৩ সালে এসএসসিতে দ্বিতীয় ইনিংসে ১৭১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন মনোজ প্রভাকর ও নবজ্যোৎ সিধু। ধাওয়ান-রাহুল জুটি ছাড়িয়ে গেলেন তাদের পূর্বসূরিদের। রাহুল আজ ৮৫ রান করেই দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন। টেস্টে সবচেয়ে বেশি টানা সাতটি ফিফটির বিশ্ব রেকর্ডে স্যার এভারটন উইকস, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ণ চন্দরপলদের মতো গ্রেটদের পাশে বসেছেন ২৫ বছর বয়সি ভারতীয় ওপেনার। রাহুলের বিদায়ের এক ওভার পরই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ধাওয়ান। বাঁহাতি ওপেনার এর আগে গলে প্রথম টেস্টে খেলেছিলেন ১৯০ রানের দুর্দান্ত ইনিংস। ২০১১ সালে রাহুল দ্রাবিড়ের পর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে কোনো টেস্ট সিরিজে দুই বা এর বেশি সেঞ্চুরি করলেন ধাওয়ান। ২০১১ সালে ইংল্যান্ড সফরে দ্রাবিড় অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন। তবে এর একটি ছিল তিন নম্বরে নেমে। রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/পরাগ