খেলাধুলা

‘সুযোগ পেলে সামর্থ্যের পুরোটা দিতে পারব’

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ঢাকায় অনুশীলন ক্যাম্পের পর চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশের খেলোয়াড়রা। অবশ্য বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচটি পুরোপুরি খেলা যায়নি। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে দলে সুযোগ পাওয়ার প্রত্যাশায় রয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম পেসার শফিউল ইসলাম। আজ রোববার মিরপুরে তিনি জানিয়েছেন সুযোগ পেলে সামর্থ্যের পুরোটা দিতে পারবেন। দলে নিয়মিত হওয়ার চেষ্টা করবেন। শফিউল বলেন, ‘সব সময়ই ভালো করার ইচ্ছে নিয়ে মাঠে নামি। এবার সুযোগ পেলে অবশ্যই লক্ষ্য থাকবে দলে নিয়মিত হওয়া। দলে আমাকে যে জন্য নেবে সেই প্রত্যাশাটা পূরণ করতে চাই। সবচেয়ে বড় কথা শক্তভাবে দলে ফিরতে চাই। অন্যদের মতো আমিও ইনজুরির বিষয়টি নিয়ে অনেক উদ্বিগ্ন। যখনই আমি দলে ফিরেছি একটা না একটা ইনজুরিতে পড়েই যাচ্ছি। আসলে এখানে আমার কিছুই করার নেই। চেষ্টা করছি যাতে ইনজুরিতে থেকে দূরে থাকতে পারি। কিন্তু পারছি না। এই মূহুর্তে আমি সম্পূর্ণ ফিট। আশা করছি এবার সুযোগ পেলে সামর্থ্যের পুরোটা দিতে পারব।’ শফিউল কিংবা অন্য যেকেউ দলে সুযোগ পাক না কেন, তারা যদি তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলতে পারে তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন এই পেসার, ‘আমার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে যারাই সুযোগ পাবে, তারা যদি তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে তাহলে ভালো কিছুই করতে পারবে! আসলে আমি আমার কাজ করে যাচ্ছি। অনুশীলনে নেটে, প্রস্তুতি ম্যাচে সব জায়গাতেই আমি আমার কাজটা ঠিকমতো করে যাচ্ছি। জাতীয় দলে থাকব কিনা জানি না। এখানে আমার হাতে নেই। এটা ম্যানেজম্যান্ট ভালো বলতে পারবে। তারা যাকে ভালো মনে করবে তাকে খেলাবে। আমি শুধু চেষ্টা করে যেতে পারি।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/আমিনুল