খেলাধুলা

দেশের মাটিতে স্পিনাররাই কার্যকর ভূমিকা রাখে : শফিউল

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে স্পিনাররা বেশি কার্যকর নাকি পেসাররা? বিশেষ করে টেস্টে? এক্ষেত্রে অবশ্য সবার উত্তরই একবিন্দুতে মিলবে। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে স্পিনারদের ভূমিকা ছিল অগ্রগামী। অন্যান্য যেসব টেস্টে বাংলাদেশ প্রতিপক্ষকে চেপে ধরতে পেরেছিল সেখানেও স্পিনাররা ভূমিকা রেখেছিলেন। টেস্টে ঘরের মাঠে যে স্পিনাররা বেশি কার্যকর সেটা স্বীকার করেছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলামও। তিনি তিনি মনে করেন উইকেট যেমনই হোক পেসারদের দায়িত্ব নিয়েই খেলতে হবে। আজ রোববার মিরপুরে তিনি বলেন, ‘আমাদের দেশে টেস্টে স্পিনাররাই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই তুলনায় আমরা পেসাররা সেভাবে বেকথ্রো এনে দিতে পারি না। আমাদের পেসারদের অবশ্যই ওই জায়গাটায় উন্নতি করার বিষয় রয়েছে। শুরু থেকেই পেসারদের আক্রমণাত্মক হতে হবে। আমাদের জোরে বল করার মতো বোলার আছে। আমাদের বোলারদের মধ্যে ভেরিয়েশন রয়েছে। আমরা যদি জায়গা মতো বোলিং করতে পারি তাহলে আমাদের পেসারদের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সুযোগ তৈরি হবে।’ তিনি আরো বলেন, ‘উইকেট যেমনই হোক পেসারদের দায়িত্ব নিয়েই খেলতে হবে। যদি স্পিন সহায়ক হয় তাহলে চেষ্টা করতে হবে স্পিনারদের সাহায্য করে। নতুন বলে ব্রেকথো এনে দিতে পারলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর যদি পেস সহায়ক উইকেট হয় তাহলে চেষ্টা পেসারদের দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে। যে উইকেটই হোক পেস বোলারদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক শক্তিশালী। যেই খেলুক তাদের সামর্থ রয়েছে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/আমিনুল