খেলাধুলা

শোয়েব মালিকের কীর্তি

ক্রীড়া ডেস্ক : প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড বুকে নাম তুলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট ‘ফেরি’ করে বেড়ানো শোয়েব মালিক এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলছেন। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে নিয়মিত পারফর্ম করছেন ডানহাতি এ ব্যাটসম্যান।  শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে  মাইলফলকে পৌঁছান মালিক।  ৩৮ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংসটি সাজান। টি-টোয়েন্টিতে ২৭৫ ম্যাচে শোয়েব মালিকের রান ৭০০১। সেঞ্চুরি না পেলেও ৪৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন শোয়েব মালিক। সর্বোচ্চ রান ৯৫। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২০ উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। ১০২৫২ রান করেছেন ব্যাটিং দানব গেইল।  এরপর ধারাবাহিকভাবে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম (৮০২৩), ডেভিড ওয়ার্নার (৭৫৬২), কাইরন পোলার্ড (৭৪৬৮), ব্রাড হজ (৭৩৩৮), ডোয়াইন স্মিথ (৭০১৫)। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/ইয়াসিন