খেলাধুলা

হ্যান্ডিক্যাপের শুভেচ্ছাদূত নেইমার

ক্রীড়া ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যোগ দেওয়ার পর ক্লাবটিতে অভিষেকও সম্পন্ন হয়ে গেছে নেইমারের। ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকেই গোল পেয়ে নিজেকে জানান দিয়েছেন ২২২ মিলিয়ন ইউরোর ব্রাজিলিয়ান এ তারকা। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এবার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত হয়েছেন নেইমার। সোমবার ওই সংস্থাটির হয়ে কাজ করার কথা জানিয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হচ্ছে একটি বেসরকারি সংস্থা। কম্বোডিয়া ও থাইল্যান্ডের উদ্বাস্তুদের নিয়ে কাজ করে এটি। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সদর দফতর ফ্রান্সে। এছাড়াও এর ছয়টি দেশে অফিস রয়েছে। ফ্রান্সে সংস্থাটির সদর দফতরের সামনে একটি বিশাল চেয়ারের মূর্তির সামনে ফুটবল নিয়ে পোস দেন নেইমার। এছাড়া উঁচু এ চেয়ারের মূর্তির ওপর উঠে ফুটবল ডিসপ্লে দেখান তিনি। ওই সময় বেসবলের কালো ক্যাপ এবং ‘রিপেয়ার লিভস’ লেখা হ্যান্ডিক্যাপের টি-শার্ট পরিধান করেন ব্রাজিলিয়ান এ তারকা। এই সংস্থার শুভেচ্ছাদূত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে নেইমার বলেন, ‘আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। আশা করছি তাদের সঙ্গে বেশ ভালো একটি পার্টনারশিপ তৈরি হবে। আমরা বিশ্বাস করি আরও বেশি অসহায় মানুষকে সহায়তা করতে পারবো ।লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার চায়। তারা আরও ভালো জীবন মান প্রত্যাশা করছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/শামীম/টিপু