খেলাধুলা

ওয়ার্নারকে নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: প্রস্তুতি ম্যাচে জস হ্যাজেলউডের বাউন্সার ঠিকমত সামলাতে পারেননি ওপেনার ডেভিড ওয়ার্নার। গলার নিচে বল আঘাত করে। চোট পেয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। বুধবার প্রস্তুতি ম্যাচের শেষ দিনে মাঠে নামেননি বাঁহাতি এ ওপেনার। তবে এ ওপেনারকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। প্রাক্তন অসি ক্রিকেটার জানালেন, ওয়ার্নারকে নিয়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার রাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ককে বুধবার বিশ্রাম দেয়া হয়েছিল। তবে অনুশীলনের সময় পুরোমাঠ ঘুরে বেড়িয়েছেন ৩০ বছর বয়সি এ ক্রিকেটার। সঙ্গে ছিলেন দলটির ফিজিও। ডারউইনে প্রস্তুত ম্যাচ শেষে লেম্যান বলেন,‘চোট পাওয়ার পর চিন্তিত হয়ে গিয়েছিলাম। তবে সে এখন সম্পূর্ণ সুস্থ। আগামী দুদিনে তার আরও উন্নতি হবে। আশা করছি সে আরও সুস্থ হয়ে উঠবে।’ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডেভিড ওয়ার্নার। এছাড়া দ্বিতীয়বারের মতো বাংলাদেশে খেলতে যাচ্ছেন মারকুটে এ ওপেনার। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সফর করেছিলেন ওয়ার্নার। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/ইয়াসিন