খেলাধুলা

আপিলে হেরে গেল রিয়াল, রোনালদোর নিষেধাজ্ঞা বহাল

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে রোববার রাতে দুটি হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন রোনালদো। তার সঙ্গে রেফারিকে ধাক্কা দেওয়ায় আরো চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় পর্তুগীজ সুপারস্টারকে। তাতে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে রিয়াল। তারা আশাবাদী ছিল তাদের আপিলে রোনালদোর নিষেধাজ্ঞা কমবে। তাদের বিশ্বাস ছিল রোনালদোর দ্বিতীয় হলুদ কার্ডটি যেহেতু ডাইভিংয়ের অভিযোগ দেওয়া হয়েছে, আপিলে এটি অন্তত বাতিল হবে। কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপিলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকল। আজ বুধবার রিয়াল মাদ্রিদের করা আপিল খারিজ করে দেয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কম্পিটিশন কমিটি। এর ফলে স্প্যানিশ সুপার কোপার আজকের ম্যাচে রোনালদো খেলতে পারছেন না। খেলতে পারবেন না স্প্যানিশ লা লিগার পরবর্তী চারটি ম্যাচেও। মৌসুমের শুরুতেই রোনালদোর মতো একজন তারকার এমন নিষেধাজ্ঞা রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে উঠবে। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/আমিনুল