খেলাধুলা

কুক-রুটের রেকর্ড জুটিতে প্রথম দিন ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনটা নিজেদের করে রাখল ইংল্যান্ড। এজবাস্টনে অ্যালিস্টার কুক ও জো রুটের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকরা। ২০১৫ সালের নভেম্বরে ইতিহাসের প্রথম দিবা-রাত্রি টেস্টের সাক্ষী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্টে খেলতে মাঠে নামল ইংল্যান্ড। উইন্ডিজদের বিপক্ষে দলটির প্রাক্তন অধিনায়ক কুক ও বর্তমান অধিনায়ক রুটের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে তদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৮। ব্যক্তিগত ১৩৬ রান করে কেমার রোচের বলে সরাসরি বোল্ড হয়েছেন জো রুট। তবে আউট হওয়ার আগে ওপেনার অ্যালিস্টার কুকের সঙ্গে রেকর্ড জুটি গড়েন তিনি। তৃতীয় উইকেট জুটিতে এজবাস্টনে সর্বোচ্চ ২৪৮ রানের জুটি গড়েন তারা। আর দিবা-রাত্রির টেস্টে যে কোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। রুট গতকাল ফিরলেও ১৫৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন কুক। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত রয়েছেন ডেভিড মালান। তবে ১৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ালেও শুরুতে নতুন সঙ্গী মার্ক স্টোনম্যানের সঙ্গে প্রথম ইনিংসে জমেনি কুকের উদ্বোধনী জুটি। ১৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে আউট হয়েছেন ৮ রান করে। দুটি চার হাঁকিয়েই বোল্ড হয়েছেন কেমার রোচের বলে। তার সঙ্গে ব্যক্তিগত একই রানে সাজঘরে ফেরেছেন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান টম ওয়েস্টলি। মিগুয়েল কামিন্সের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন তিনি। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪৮/৩ (কুক ১৫৩* স্টোনম্যান ৮, ওয়েস্টলি ৮, রুট ১৩৬, মালান ২৮*; রোচ ২/৭২, জোসেফ ০/৮৫, কামিন্স ১/৬১, হোল্ডার ০/৫৮, চেইস ০/৫৮, ব্র্যাথওয়েইট ০/৬) রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/শামীম