খেলাধুলা

কেমন হতে যাচ্ছে ঢাকা টেস্টের দল

ইয়াসিন হাসান: মুমিনুল হক কি সত্যিই বাদ পড়ছেন? মাহমুদউল্লাহ রিয়াদ কি আরেকটি সুযোগ পাবেন না? নাসির হোসেনের কপাল কি খুলবে? প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আজ দুপুরেই। অস্ট্রেলিয়া দল গত রাতেই ঢাকা পা রেখেছে। অসিদের বিপক্ষে জাতীয় দলের প্রথম টেস্ট ঢাকায়। প্রথম টেস্টের দল আজ দুপুরে ঘোষণা করবে বিসিবির নির্বাচক প্যানেল। কারা থাকবেন, কারা থাকবেন না তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ক্যাম্প, অনুশীলন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে এরই মধ্যে অনেকটাই ধারণা পাওয়া গেছে ঢাকা টেস্টের দল। ১৪ জনের দল আজ দেয়া হবে। জাতীয় দলের মূল দল প্রায় চূড়ান্ত। কথা হচ্ছে দুই-তিন জনকে নিয়েই। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েই বড় প্রশ্ন উঠছে। ঢাকায় শেষ দুদিনের ১৭ জনের প্রস্তুতি ম্যাচে তাদেরকে রাখেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে সেখান থেকেই যে ঢাকা টেস্টে দলে জায়গা হারাচ্ছেন দুজন। মুমিনুল ও মাহমুদউল্লাহ শেষ টেস্টেও বাদ পড়েছিলেন। মাহমুদউল্লাহ সীমিত পরিসরে আস্থা দিলেও লংগার ভার্সনে তার উপর আস্থা রাখতে পারছেন না হাথুরুসিংহে! চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে মুমিনুল হাফ-সেঞ্চুরির ইনিংস উপহার দিলেও মনে ভরেনি কোচের। অন্যদিকে সাদা পোশাকে রান পাননি মাহমুদউল্লাহ। সব মিলিয়ে দুজনের না থাকা প্রায় নিশ্চিত। তবে শেষ মুহুর্তে একটি পরিবর্তন আনতেও পারেন কোচ। ইমরুলের পরিবর্তে সুযোগ দিতে পারেন মুমিনুলকে। নাসিরভক্তরা সুখবর পেতে যাচ্ছেন। দুই বছর পর নাসির টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে শেষ টেস্ট খেলেছিলেন নাসির।  শেষ টেস্টে দল জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙতেও নারাজ টিম ম্যানেজম্যান্ট। দল চূড়ান্ত হলেও মূল ভাবনা একাদশ নিয়ে। কারণ শেষ টেস্ট খেলেছিল বিদেশের মাটিতে। আর দেশের মাটিতে সবশেষ টেস্টেও জয় পেয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে পেসার ছিল একজন, স্পিনার ছিল চারজন। আর শ্রীলঙ্কায় দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ। এবার টিম বাংলাদেশের রণকৌশল কি থাকছে? অস্ট্রেলিয়াকে বধ করতে স্পিন সহায়ক উইকেট প্রস্তুত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে চার স্পিনার একাদশে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

 

ভাবনার বিষয়, মুশফিকুর রহিম কি উইকেট কিপিং করবেন? শ্রীলঙ্কায় গল টেস্টে উইকেটের পিছনে ছিলেন লিটন। কলম্বো টেস্টে হঠ্যাৎ ইনজুরিতে পড়ায় মুশফিক আবারও গ্লাভস তুলে নেন। এবং দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও মন জয় করেন টেস্ট দলপতি। মুশফিক উইকেট কিপিং করলে বাড়তি বোলার নিয়ে খেলতে পারবে বাংলাদেশ। উইকেটের পিছনে মুশফিক না থাকলে বোলিং আক্রমণ কিছুটা হলেও কমে আসবে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে এরই মধ্যে জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে চান তিনি। সেক্ষেত্রে বোলিং কিংবা ব্যাটিং আক্রমণে কোনো কমতি রাখবেন না হাথুরুসিংহে।     ১৪ জনের দল (সম্ভাব্য): মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস/মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/ইয়াসিন/শামীম