খেলাধুলা

ওয়ালটন জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা রোববার শুরু

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৩৭তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০১৭’। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এবারের এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও ঢাকা থেকে প্রায় ৬৫ জন মহিলা দাবাড়– অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ শনিবার দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহীদুল্লাহ ও সহ-সভাপতি গাজী সাইফুল তারেকসহ অন্যান্যরা। ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দাবার যে সাফল্য তাতে আমরা দেশবাসি হিসেবে আনন্দিত। দাবা ফেডারেশনের বর্তমান কমিটির চৌকস নেতৃত্বে এমন সাফল্য পাওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে দাবার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমরা ওয়ালটন গ্রুপ নিয়মিত দাবা ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনসহ বিভিন্ন দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছি। আগামীতে এই টুর্নামেন্টটা আরো বড় পরিসরে করার চেষ্টা করব। এই টুর্নামেন্টের বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’ বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওয়ালটন গ্রুপকে। ওয়ালটন গ্রুপ অত্যান্ত গুরুত্বসহকারে নিয়মিত দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে আসছে। ২০১৪ সালে ওয়ালটন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ দাবা লিগ এবং বিজয় দিবস রেটিং দাবায় পৃষ্ঠপোষকতা করে। এরপর ২০১৫ সালে আন্তর্জাতিক রেটিং দাবা ও অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষকতা করে। ২০১৫ ও ২০১৬ সালের তিনটি দাবা লিগ যথা ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ, মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ ও ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে পৃষ্ঠপোষকতা করে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করছি ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপকে পাশে পাব আমরা।’ এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশের দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা, গতবারের জাতীয় মহিলা দাবার চ্যাম্পিয়ন ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, তনিমা পারভীন ও আফরোজা খানম বাবলী, জাতীয় জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুমরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মহিলা দাবাড়–রা অংশ নিবেন। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১ লাখ টাকার প্রাইজমানি থাকছে। তার মধ্যে চ্যাম্পিয়ন ২৫ হাজার, রানার-আপ ২০ হাজার, তৃতীয় ১৫ হাজার, চতুর্থ ১০ হাজার, পঞ্চম ৭ হাজার, ষষ্ঠ ৫ হাজার ও সপ্তম থেকে দ্বাদশ প্রত্যেকে ৩ হাজার টাকা করে প্রাইজমানি পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিজয়ীদের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/আমিনুল