খেলাধুলা

অ্যাসেনসিওর রিলিজ ক্লজ হচ্ছে ৫০০ মিলিয়ন ইউরো

ক্রীড়া ডেস্ক : সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মার্কো অ্যাসেনসিও। ২১ বছর বয়সি স্পানিশ মিডফিল্ডারের ওপর ইউরোপিয়ান ক্লাবগুলো পাখির চোখ করে রেখেছে। তবে তাকে যেন সান্তিয়াগো বার্নাব্যু থেকে কেউ ‘ভাগিয়ে’ নিতে না পারে, তার সব ব্যবস্থাই নিশ্চিত করতে চাইছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। বর্তমানে রিয়ালের সঙ্গে অ্যাসেনসিওর চুক্তির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত। এবং চুক্তিতে তার বাই-আউট ক্লজ আছে ৩৫০ মিলিয়ন ইউরো। বর্তমান ট্রান্সফার বাজারে ক্লাবগুলো খেলোয়াড় টানতে কাড়ি কাড়ি অর্থ খরচ করছে। অ্যাসেনসিওর বাই-আউট ক্লজ তাই বাড়াতে চাইছেন পেরেজ। অ্যাসেনসিওর বাই-আউট ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো করতে চাইছে রিয়াল। এখন যে বাই-আউট ক্লজ আছে টনি ক্রুস, লুকা মদ্রিচ ও দানি সেবায়োসের। রিয়ালে তাদের চেয়ে বেশি বাই-আউট ক্লজ কেবল ‘বিবিসি’ ত্রয়ীর। কোনো ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল কিংবা করিম বেনজেমাকে দলে টানতে চাইলে বাই-আউট ক্লজের ১ বিলিয়ন ইউরো খরচ করতে হবে। রিয়াল অ্যাসেনসিওর শুধু বাই-আউট ক্লজই বাড়াতে চাইছে না, বাড়াতে চাইছে তার বেতনও। বর্তমানে অ্যাসেনসিওর বার্ষিক বেতন সাড়ে ৩ মিলিয়ন ইউরো। ক্লাব এটা বাড়িয়ে করতে চায় সাড়ে ৪ মিলিয়ন ইউরো। পাশাপাশি চুক্তির মেয়াদ বাড়াতে চায় ২০২৩ সাল পর্যন্ত। তথ্যসূত্র : মার্কা ডটকম। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/পরাগ