খেলাধুলা

ভারতকে ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের শুরুটা দারুণ হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে নিরোশান ডিকভেলা ও দানুস্কা গুনাথিলাকা ৭৪ রান তোলেন। দলীয় এই রানে ফিরে যান গুনাথিলাকা (৩৫)।  দ্বিতীয় উইকেটে কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহকে ১৩৯ রান পর্যন্ত টেনে নেন ডিকভেলা। এরপর ব্যক্তিগত ৬৪ রান করে ডিকভেলা ফিরে যান। তিনি আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। জয়ের জন্য ভারতকে করতে হবে ২১৭ রান। ব্যাট হাতে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা ৭৮ বলে ৬৪, কুশাল মেন্ডিস ৩৬ ও অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ৩৬ রান করেন। ৩৫ রান করেন দানুস্কা গুনাথিলাকা। অধিনায়ক উপল থারাঙ্গার ব্যাট থেকে আসে ১৩টি রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।  

বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল ও কেদার যাদব। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/আমিনুল