খেলাধুলা

ব্রাফেটের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

ক্রীড়া ডেস্ক : মূলত ওপেনার ব্যাটসম্যান। মাঝে মধ্যে পার্ট-টাইম অফ স্পিন করে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের সেই ক্রেইগ ব্রাফেটের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছেন আম্পায়াররা। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ব্রাফেটের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করেন আম্পায়াররা। শনিবার ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারা এই টেস্টে ছয় ওভার বল করে ৬ রান দেন ব্রাফেট। আম্পায়ারদের এই আপত্তির ফলে নিয়ম অনুযায়ী ব্রাফেটকে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন। টেস্টে ১২ উইকেট আছে ব্রাফেটের। এর মধ্যে আছে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে ৬ উইকেট। তবে তার আসল পরিচয়টা ব্যাটসম্যান হিসেবেই। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোয়াডে দুই হাজার টেস্ট রান করা একমাত্র সদস্য তিনিই। এজবাস্টনে প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে মঈন আলীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ৪০ রান। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/পরাগ