খেলাধুলা

আফগানিস্তানের কোচ থাকছেন না রাজপুত

ক্রীড়া ডেস্ক : প্রধান কোচ হিসেবে লালচাঁদ রাজপুতের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফলে এ মাস শেষে আর আফগানিস্তানের কোচ থাকছেন না প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। গত বছরের জুনে রাজপুতকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল এসিবি। তার অধীনে আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০ সিরিজের ৬টিই জিতেছে। গত জুনে আফগানরা ওয়ানডেতে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। যেটি বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া পূর্ণ সদস্য দলের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে জয়। এ ছাড়া আফগানিস্তানের অভিষেক হয়েছে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে।  এসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে তার সন্তোষজনক পারফরম্যান্সের জন্য এসিবি মিস্টার রাজপুতকে ধন্যবাদ জানাচ্ছে।’ রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/পরাগ