খেলাধুলা

সাইফ স্পোর্টিংয়ের চতুর্থ জয়ে মোহামেডানের চতুর্থ হার

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পাঁচটি করে ম্যাচ খেলেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাবের জয় চারটিতে। অন্যদিকে মোহামেডানের হার চারটিতে। এমন পরিসংখ্যান তৈরি হয়েছে আজ মঙ্গলবার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মোহামেডান দুইবার এগিয়ে গিয়েও সাইফ স্পোর্টিংয়ের কাছে হার মেনেছে ৩-২ গোলে। লিগে এটা সাইফ স্পোর্টিংয়ের চতুর্থ জয়। আর মোহামেডানের চতুর্থ হার। অন্যদিকে মোহামেডান একটি ম্যাচে জিতেছে। আর নবাগত সাইফ একটি ম্যাচে হেরেছে। মঙ্গলবার ম্যাচের ১২ মিনিটে তকলিস আহমেদের গোলে এগিয়ে যায় সাদা-কালো শিবির। ২২ মিনিটে মাথায় সাইফ স্পোর্টিংয়ের মো. জুয়েল রানা গোল করে ম্যাচে সমতা ফেরান। ৩২ মিনিটে মোহামেডানের ফয়সাল মাহমুদ গোল করে আবারো এগিয়ে নেন দলকে। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ৩৮ মিনিটে দেইনার আনদেস লর্দাবার গোলে সমতায় ফেরে সাইফ। প্রথমার্ধের যোগ করা সময়ে সাইফ স্পোর্টিংয়ের হাম্বের আর্লে ভ্যালেন্সিয়া গোল করে এগিয়ে নেন দলকে। তাতে ৩-২ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় নবাগত দলটি। বিরতির পর এই ব্যবধানের আর কোনো পরিবর্তন হয়নি। তাতে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব। এ জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আর ৫ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে মোহামেডান। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/আমিনুল