খেলাধুলা

আপনারা চাপ তৈরি করছেন: লায়ন

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টের ময়দানী লড়াই শুরুর আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে নিজেদের এবং প্রতিপক্ষের প্রস্তুতি ও সামর্থ্য নিয়ে গনমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে থাকেন দু’দলের খেলোয়াড়রা। শুক্রবার দলের পক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়া দলের স্পিনার নাথান লায়ান। নিজের বোলিং আক্রমণ নিয়ে অসি এ তারকা বলেন, ‘শুরু থেকে শেষপর্যন্ত কে ব্যাটিং করছে তা নিয়ে আমি ভাবছি না। বোলিং অ্যাটাকে জুটি এবং ২০ উইকেটের বিপরীতে আমি ভালো বোলিং করতে চাই।’ ২৯ বছর বয়সি লায়ন দলের স্পিনারদের মধ্যে সবথেকে সিনিয়র। বয়সের পাশাপাশি অভিজ্ঞতাতেও লায়ন এগিয়ে। এই বয়স বাড়তি চাপ তৈরি করছে? লায়নের সোজাসাপ্টা উত্তর,‘কোনো চাপ তৈরি হচ্ছে না।’ বরং পাল্টা ডানহাতি এ স্পিনার গণমাধ্যমকার্মীদের উদ্দেশ্য করে বলেন,‘আপনারা প্রত্যেকের উপর চাপ তৈরি করছেন। আমার মনে হয় সব গণমাধ্যমকর্মীরা এই চাপটা তৈরি করেছে। তবে আমি কিংবা আমার দলের কেউ চাপ অনুভব করছি না। এটি দলীয় পারফরম্যান্স এবং আমরা মৌলিক পারফরম্যান্সটা দিয়ে ভালোটা বের করে আনতে চাই। আমরা প্রত্যেকেই চ্যালেঞ্জটা উপভোগ করার জন্য বাংলাদেশে এসেছি।’ মিরপুরের নতুন উইকেটের সুবিধা, অসুবিধা নিয়ে লায়নের বক্তব্য, ‘গত সাত বছর ধরে আমি কোনো চর্চা কিবাং কিউরেটিং করছি না। তাই আমি মনে করি এই দিকে আমার কারিগরি শিল্পটা হারিয়ে গেছে। এটি (মিরপুর) ভিন্ন একটি উইকেট। দুই দলের জন্যই এটি একই জিনিস। তবে আমি জোর দিয়ে বলতে পারি যে দল টস জিতবে তারাই শুরুতে ব্যাট করতে চাইবে। উপমহাদেশের উইকেটে তা সাধারণ একটি নিয়ম। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’ ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় লায়নের। ৬৭ টেস্টে ৩৩.৩৯ গড়ে ২৪৭ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ৯ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ২৯ বছর বয়সি ডানহাতি এ অফ স্পিনারের। রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৭/শামীম