খেলাধুলা

সিরিজ জিততে বাংলাদেশের চাই ২২৪

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজের গতকালের দুই ম্যাচে ১-১ ব্যবধানে সমতায় ছিল দু’দল। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রান করেছে ভারত। সিরিজ জিততে হলে ২২৪ রান করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। সফরকারী ভারতের হয়ে আজ ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করেন শহীদ। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত হ্যাটট্রিকসহ ৫ উইকেট নন উজ্জল। এর ফলে পরপর দুই দিনে হ্যাটট্রিক পেলেন বাংলাদেশি এ বোলার। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ‘ওয়ালটন বাংলাদেশ বনাম ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কো-ফাউন্ডার তামজিদুল ইসলামসহ অন্যান্যরা। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে দেশের ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এর আগেও বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছিল ওয়ালটন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/শামীম