খেলাধুলা

ঢাকা টেস্টের একাদশে খাজা ও অ্যাগার

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান উসমান খাজা ও স্পিনার অ্যাশটন অ্যাগার। রোববার শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের জন্য শনিবার একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। প্রায় সাত মাস পর অস্ট্রেলিয়ার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার ডাক পেলেন উসমান খাজা। পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা ৩ নম্বরে ব্যাট করেন। ওই পজিশনে শন মার্শ খেলেছেন সর্বশেষ ভারত সিরিজে। এবার বাংলাদেশ সফরে মার্শের বদলে রাখা হয়েছে খাজাকে। স্পিন ভালো সামলাতে পারেন বলেই বাংলাদেশ সফরে খাজা অসি ব্যাটিং লাইনে জায়গা পেয়েছেন। আর অ্যাগারের টেস্ট উপস্থিতি আরো লম্বা সময় পর। সর্বশেষ ২০১৩ অ্যাশেজে খেলেছিলেন এ তরুণ বাঁহাতি স্পিনার। স্পিনের কারণেই অ্যাগারের উপস্থিতি। অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে তাক লাগানো পারফর্ম করা স্টিভ ও’কিফকে উপেক্ষা করা হয়েছে বাংলাদেশ সফরের দলে। তার বদলেই জায়গা পেয়েছেন অ্যাগার। ভালো স্পিন করার পাশাপাশি ব্যাটিংটাও পারেন বলে ডাকা হয়েছে তাকে। নাথান লায়নের সঙ্গে অসি স্পিন আক্রমণে দেখা যাবে তাকে। ঢাকা টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/শামীম/টিপু