খেলাধুলা

৯৮ দিন পর শিরোপা বুঝে পেল রিয়াল

ক্রীড়া ডেস্ক: গত মে মাসে মালাগার মাঠে জয়ে ২০১৬-১৭ মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদের। গত মৌসুমে চ্যাম্পিয়ন হলেও গতকাল দীর্ঘ ৯৮ দিন পর আনুষ্ঠানিকভাবে লা লিগার ট্রফি বুঝে পেল রোনালদো-বেল-রামোসরা। লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দলটির বিপক্ষে ২-২ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট হারালেও গত মৌসুমের লিগ শিরোপা বুঝে পেয়ে উচ্ছ্বাসে মেতেছিল দলটির খেলোয়াড়রা। মাঠে নামার আগে সতীর্থদের নিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। দলটির অধিনায়ক হওয়ার পর এই প্রথম রিয়ালের লা লিগা শিরোপা উঁচিয়ে ধরলেন স্প্যানিশ এ তারকা। এ সময় তার সঙ্গে ট্রফি ধরে চুমু খান দলটির সহ-অধিনায়ক মার্সেলো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে দীর্ঘ পাঁচ বছর পর গতবার লা লিগার শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে মালাগাকে ২-০ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় তারা। স্প্যানিশ লিগে গত মৌসুমে ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে মর্যাদার শিরোপা জিতে লস ব্লাঙ্কোসরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৭/শামীম/টিপু