খেলাধুলা

‘এই কন্ডিশনে আমরা যেকোনো পরিস্থিতিতে জিততে পারি’

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া আসার আগেই বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান। ঢাকা টেস্ট শুরুর আগে তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমও কোচের সুরে সুর মিলিয়েছিলেন। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই পথে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। দেশের মাটিতে যেকোনো দলের বিপক্ষেই লক্ষ্যটা এমনই থাকবে বলে জানালেন অধিনায়ক। মুশফিকুর রহিম অবশ্য এটাকে ‘ঘোষণা দিয়ে হারানো’ বলতে নারাজ, ‘আসলে এটা তো ঘোষণা না! আমরা বলেছি সম্ভব। এটা তো অসম্ভবের কিছু না। এটা শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়, যেকোনো দলের বিপক্ষেই ঘরোয়া ক্রিকেটে এটা বলার চেষ্টা করব। কারণ হোম কন্ডিশনের শক্তিটা আমরা জানি।’ অনেক ঘাম ঝরিয়েই জয়টা পেতে হয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াও শেষ পর্যন্ত লড়াই করেছে। ব্যাপারটি মুশফিককে তৃপ্তিই দিচ্ছে, ‘সব মিলিয়ে বলব যে, এটা সহজ নয়। গত চারটা দিন অনেক কষ্ট করেছি। ওরাও অনেক লড়াই করেছে। শেষ পর্যন্ত ওদের লোয়ার অর্ডারও অনেক চেষ্টা করেছে। এটা বড় একটা সন্তুষ্টি। একই সঙ্গে এটা আমাদের শিক্ষাও। যত বড় দলই হোক না কেনো, এই কন্ডিশনে আমরা যেকোনো পরিস্থিতিতে জিততে পারি।’ দেশের মাটিতে সর্বশেষ টেস্টে গত বছর ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়টাকে কেউ অঘটন বললেও এখন আর সেটা বলতে পারবে না বলে মনে করেন মুশফিক, ‘কেউ হয়তো বলতে পারে ইংল্যান্ডের বিপক্ষে আমরা কোনোমতে জিতে গেছি। কিন্তু এখন আর সেটা বলতে পারবে না। কারণ দুইটা বিশ্বমানের দলের সঙ্গে এটা সম্ভব নয়। এখানে আমাদের চারদিন ধরে ভালো খেলতে হয়েছে। এখানে ইতিবাচক দিকগুলো আমরা নিব। একই সঙ্গে আমরা আরো উন্নতি করতে চাইব।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/পরাগ