খেলাধুলা

নাসির যখন ‘আম্পায়ার’

ক্রীড়া প্রতিবেদক : ১০৯তম ওভারের শেষ বলটি করলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের টার্ন করা বলে শট না খেলে প্যাড দিয়ে ঠেকান প্যাট কামিন্স। সঙ্গে সঙ্গে সমস্বরে এলবিডব্লিউয়ের আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু আম্পায়ার নাইজেল লং নির্বিকার। মুশফিক যখন বুঝে ফেললেন আম্পায়ার আউট দেবেন না, তখন আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ চেয়ে বসেন বাংলাদেশ অধিনায়ক। থার্ড আম্পায়ার আলীম দার বলের গতিপথ বিশ্লেষণ করে দেখেন, সেটি অফ স্টাম্পে আঘাত করছে। নাইজেল লং তার সিদ্ধান্ত বদল করলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন নাসির হোসেন। নাইজেল লংয়ের সঙ্গে নাসিরও আঙুল তুলে জানিয়ে দেন, ‘প্যাট কামিন্স তুমি আউট’। ৪ রান করে সাজঘরে ফেরেন কামিন্স। আর নাসির ফেরেন তার ফিল্ডিং পজিশনে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে ঘটনাটা বাংলাদেশের দর্শকরা বেশ উপভোগ করেছেন। রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল/পরাগ