খেলাধুলা

পরিকল্পনা করেই ওয়ার্নারকে আউট করেছি : মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : কত টার্গেট দিলে বাংলাদেশ নিরাপদে থাকবে? মুস্তাফিজুর রহমান: ডিফিকাল্ট প্রশ্ন।

ঢাকায় উইকেট পাননি। আজ পেলেন। বিশেষ দিনে। কেমন লাগছে? মুস্তাফিজুর রহমান: আমার তো সব সময় ভালোই লাগে। সচরাচর মুস্তাফিজুর রহমানের সংবাদ সম্মেলন এমনই হয়। প্রশ্নের উত্তরের থেকে প্রশ্নের শব্দ-সংখ্যাই বেশি! আজও তার ব্যতিক্রম হয়নি। মুস্তাফিজ মিনিট পাঁচেক সংবাদ সম্মেলনে থেকে সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে প্রশ্ন, রাবীদ ভাই আর কতক্ষণ? সংবাদ সম্মেলনে মুস্তাফিজ কথা কম বললেও ড্রেসিং রুম কিংবা অন্য কোথাও তার রূপ ভিন্ন। আসর মাতিয়ে রাখতে না পারলেও সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় ততটুকুতে দারুণ পটু ‘দ্য ফিজ’। আজ মুস্তাফিজের ২২তম জন্মদিন। ২৩-এ পা রাখা মুস্তাফিজ সতীর্থদের থেকে যেমন শুভেচ্ছা বার্তা পাচ্ছেন, ঠিক তেমন বাইরে থেকেও! আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এ গ্রুপে মুস্তাফিজকে সবাই শুভেচ্ছা বার্তা দিয়েছে। রাতেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। কিন্তু ক্রিকেট কী নিষ্ঠুর খেলা! রাতে যার কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন, তাকেই পরদিন আউট করেছেন! ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেওয়া ডেভিড ওয়ার্নার ১২৩ রানে আউট হন মুস্তাফিজের বলে। তার দুর্বোধ্য কোনো কাটার কিংবা স্লোয়ারে বধ হননি ওয়ার্নার। বাঁহাতি পেসারের নতুন অস্ত্র বাউন্সারে পরাস্ত অসি ওপেনার। মু্স্তাফিজের বাউন্সারে পুল করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন ওয়ার্নার। মুস্তাফিজের সহজ স্বীকারক্তি ওয়ার্নারের উইকেট তার কাছে বিশেষ কিছু। সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মুস্তাফিজ বললেন, ‘ওয়ার্নারের জন্য বিশেষ পরিকল্পনা ছিল। তাকে আমি পরিকল্পনা করেই আউট করেছি। এটা অবশ্যই আমার ক্যারিয়ারের স্পেশাল উইকেট।’ নিঃসন্দেহে ওয়ার্নারের উইকেট মুস্তাফিজের জন্য বিশেষ কিছু। তার নতুন অস্ত্র বাউন্সার দারুণ কাজে লেগেছে ম্যাচে। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স যেখানে প্রথম ইনিংসে উইকেটশূন্য, সেখানে মুস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। অন্য কিছু নিয়ে কাজ না করলেও বাউন্সার নিয়ে বাড়তি কাজ করছেন মুস্তাফিজ। তার ভাষ্য, ‘আমি সচরাচর বাউন্সার কম দেই। দুই বছরের ক্যারিয়ারে খুব কম দিয়েছি। এখন চেষ্টা করছি ওভারে দুইটা বাউন্সার দিতে। যদি ভালো জায়গায় করতে পারি, তাহলে ভালো; ব্যাটসম্যানের জন্য অসুবিধা হবে। আমার জন্য ভালো হবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিজের স্লোয়ার ও কাটারে মুগ্ধতা ছড়িয়েছিলেন মুস্তাফিজ। এবার বাউন্সারের পালা। নিয়মিত বাউন্সারে সাফল্য আসবে বলে বিশ্বাস দ্য ফিজের। রাইজিংবিডি/চট্টগ্রাম/৬ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ