খেলাধুলা

‘লায়ন ডেঞ্জারাস’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেটের সঙ্গে আরো দুই উইকেট পেলে ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়তেন নাথান লায়ন। হতে হতেও হয়নি। তবুও অস্ট্রেলিয়ার এই অফ স্পিনারের আক্ষেপ থাকার কথা নয়। কারণ সিরিজে ২২ উইকেট নিয়ে ৩০ বছর বয়সি স্পিনার রেকর্ড বুক অনেকটাই ওলট-পালট করেছেন। ১৮৮৭ সালে জন জেমস ফেরিস দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজ খেলতে নেমেই ১৮ উইকেট নিয়েছিলেন ফেরিস। দুই ম্যাচ টেস্ট সিরিজে এটি ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি। ২২ উইকেট নিয়ে ১৩০ বছরের রেকর্ড ভেঙেছেন লায়ন। ১টি উইকেট বেশি পেলে রঙ্গনা হেরাথের বিশ্ব রেকর্ডে ভাগ বসাতেন লায়ন। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন হেরাথ। লায়নের ২২ উইকেট এখন দ্বিতীয় সর্বোচ্চ। ২২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার একাই লণ্ডভণ্ড করেছেন লায়ন। তাইতো মুশফিক সরাসরি বললেন, ‘নাথান লায়ন একমাত্র বোলার যে কি না ডেঞ্জারাস। এরকম উইকেটে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে সুবিধা আদায় করতে হবে, তা খুব ভালোভাবে আয়ত্ব করতে পেরেছে ও। এজন্য উইকেট থেকে সুবিধাও পেয়েছে। ওর বোলিং আমাদের ব্যাটসম্যানদের অনেক কঠিন হয়ে গেছে।’ রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ