খেলাধুলা

র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি

ক্রীড়া ডেস্ক : ফুটবল খেলুড়ে দেশগুলোর সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। উন্নতি হয়েছে জার্মানি ও পর্তুগালের। ব্রাজিলকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়ে শীর্ষস্থান দখল করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর আর্জেন্টিনাকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। ১৬০৬ পয়েন্ট নিয়ে জার্মানি শীর্ষে অবস্থান করছে। ১৫৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ১৩৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় পর্তুগাল। আর ১৩২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। পর্তুগাল তিনধাপ উন্নতি করে ষষ্ঠস্থান থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে। বেলজিয়াম একধাপ উন্নতি করেছে। তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। অবনতি হয়েছে পোল্যান্ড ও সুইজারল্যান্ডের। তারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান নিয়েছে। ফ্রান্স একধাপ উন্নতি করে উঠে এসেছে অষ্টম স্থানে। চিলি ও কলম্বিয়ার দুইধাপ অবনতি হওয়ায় তারা নেমে গেছে নবম ও দশম স্থানে। রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল