খেলাধুলা

চার মাস মাঠের বাইরে ডেম্বেলে

ক্রীড়া ডেস্ক : গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে লা লিগায় প্রথমবার শুরুর একাদশে মাঠে নেমেছিলেন। তবে উসমান ডেম্বেলে ২৫ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে উঠে গেলেন মাঠ থেকে। বার্সা কর্তৃপক্ষ এবার নিশ্চিত করেছে, ফ্রেঞ্চ ফরোয়ার্ডের মাঠে ফিরতে সময় লাগতে পারে সাড়ে তিন থেকে চার মাস। শনিবার গেটাফেকে ২-১ গোলে হারানো ম্যাচের সময়ই বার্সেলোনা টুইট করে জানিয়েছিল, আরো পরীক্ষার পর জানা যাবে ডেম্বেলের চোট গুরুতর কি না। রোববার কাতালান ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ বছর বয়সি ফ্রেঞ্চ ফরোয়ার্ডের বাঁ উরুর ফেমোরাল বাইসেপের টেন্ডন ছিঁড়ে গেছে। এই সপ্তাহেই ফিনল্যান্ডে তার অস্ত্রোপচার করা হবে। তার মাঠে ফিরতে সময় লাগতে পারে সাড়ে তিন থেকে চার মাস। এই মৌসুমেই রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে বার্সেলোনা। তার ছিটকে যাওয়াটা লিগের প্রথম চার ম্যাচেই জেতা বার্সার জন্য বড় ধাক্কাই বটে। অনেকগুলো ম্যাচেই তাকে পাচ্ছে না বার্সা। ফ্রেঞ্চ ফরোয়ার্ড অক্টোবরে দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও বেলারুসের সঙ্গেও খেলতে পারবেন না। রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৭/পরাগ