খেলাধুলা

গোল পেলেই ৫৪ বছরের রেকর্ড স্পর্শ করবে রিয়াল

ক্রীড়া ডেস্ক : ১৯৬২-৬৩ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস টানা ৭৩ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিল। স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এখন সেই রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে। আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল পেলেই রিয়াল মাদ্রিদও টানা ৭৩ ম্যাচে গোল করার রেকর্ড গড়বে। ছুঁয়ে ফেলবে ৫৪ বছর ধরে অক্ষত থাকা পেলের ক্লাব সান্তোসের রেকর্ড। ১৯৬২-৬৩ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে খেলেছিলেন। সে সময় তার ক্লাব টানা ৭৩ ম্যাচে গোল করেছিল। সেই যাত্রায় তারা জয় পেয়েছিল ৫২ ম্যাচে। ড্র করেছিল ১৪ ম্যাচে। আর হেরেছিল ৭ ম্যাচে। তাদের মতো রিয়াল মাদ্রিদ তাদের টানা ৭২ ম্যাচে গোল করার পথ পরিক্রমায় জয় পেয়েছে ৫৩ ম্যাচে। ড্র করেছে ১৪টিতে। আর হেরেছে ৫টিতে। তবে গোলের দিক দিয়ে পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। পেলের সান্তোস টানা ৭৩ ম্যাচে গোল করেছিল ২৪৫টি। আর রিয়াল মাদ্রিদ গোল করেছে ১৯৫টি। রিয়ালের এই গোল পাওয়ার মিশনে ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন ৪৯ গোল। তিনি অবশ্য নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারবেন না। করিম বেনজেমা করেছেন ২১ গোল। রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল