খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে নেই ক্রিস মরিস

ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ক্রিস মরিসের। এদিকে প্রথম টেস্ট খেলবেন না পেসার ভ্যারন ফিল্যান্ডার। মঙ্গলবার প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের দায়িত্ব বুঝে নেন কোচ ওটিস গিবসন। জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্সদের নতুন কোচ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টেস্ট খেলা ক্রিস মরিস ব্যাক স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন। টেস্ট সিরিজ মিস করলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে থাকবেন ৩০ বছর বয়সি এ ক্রিকেটার। ১৫ অক্টোবর থেকে সীমিত পরিসরের সিরিজ শুরু হবে। ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইনের পর বাংলাদেশের বিপক্ষে না খেলার তালিকায় যুক্ত হলো ক্রিস মরিসের নাম। বলার অপেক্ষা রাখে না নতুন কোচ ওটিস গিবসন কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। এদিকে অপশন হিসেবে পেসার ওয়েন পার্নেল, আন্দিলে ফিকোযাও এবং ডোয়াইন প্রেটোরিয়াসের নাম গণমাধ্যমে এসেছে।  আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরের টেস্টটি শুরু হবে ব্লুমফন্টেইনে, ৬ অক্টোবর। তথ্যসূত্র: স্পোর্টস ২৪ রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন