খেলাধুলা

ইংল্যান্ডের লক্ষ্য ২০৫

ক্রীড়া ডেস্ক : আড়াই বছর পর দেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলতে নেমে খারাপ করেননি ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার প্রত্যাবর্তনের ম্যাচে ২৭ বলে ৩৭ রান করেছেন। গেইলের ৩৭ ও অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ৪১ রানের সুবাদে ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২০৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৪২ ওভারে। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার। এভিন লুইসের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামা গেইল ফিরতে পারতেন ইনিংসের তৃতীয় বলেই। তবে ক্রিস ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ ছাড়েন ইংলিশ অধিনায়ক জো রুট। তখন গেইল রানের খাতাই খুলতে পারেননি! গেইলকে জীবন দিলে তার পরিণাম কী হয়, সেটা খানিক বাদেই টের পায় ইংল্যান্ড। তৃতীয় ওভারে ওই ওকসেরই টানা তিন বলে গেইল মারেন দুই চার, এক ছক্কা। ক্যারিবীয় ব্যাটিং দানব পরের ওভারে ডেভিড উইলির তিন বলের মধ্যে হাঁকান দুই ছক্কা। তাতে ৪ ওভারেই বিনা উইকেটে ৩৮ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ ওভারে এভিন লুইসকে (১১) ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার মঈন আলী। দলের ৫৩ রানে ফিরে যান গেইলও। তার আগেই ২৭ বলে ৩ ছক্কা ও ২ চারে করেন ৩৭। তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েছিলেন মারলন স্যামুয়েলস ও শাই হোপ। ৪ রানের মধ্যে ফিরে যান দুজনই। ৫৭ বলে ৩৫ রান করেন হোপ। ২০১৬ সালের অক্টোবরের পর ওয়ানডে খেলতে নামা স্যামুয়েলস ৪৬ বলে করেন মাত্র ১৭! ৩২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৯ রান। কিন্তু জেসন মোহাম্মদ (১৮) ও রোভম্যান পাওয়েলের (২৩) ৪২ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙার পর রানের গতি কমে যায় সফরকারীদের। উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতে। শেষ দিকে অধিনায়ক হোল্ডারের  ৩৩ বলে অপরাজিত ৪১ রানের (৫ চার) সুবাদে দুইশ পেরোয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৪২ ওভারে ২০৪/৯ (হোল্ডার ৪১*, গেইল ৩৭, হোপ ৩৫; স্টোকস ৩/৪৩, রশিদ ২/৩১, ওকস ২/৪১)।    রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/পরাগ