খেলাধুলা

তুর্কমিনিস্তান গেল বাংলাদেশ কুস্তি দল

ক্রীড়া প্রতিবেদক : তুর্কমিনিস্তানের আশগাবাদে অনুষ্ঠিত হচ্ছে ৫ম এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্টস গেমস। এই গেমসে অংশ নিতে তুর্কমিনিস্তান গিয়েছে ছয় সদস্যের বাংলাদেশ কুস্তি দল। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে বাংলাদেশ কুস্তি দলকে। ছয় সদস্যের বাংলাদেশ কুস্তি দলে রয়েছেন ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জজয়ী শিরিন সুলতানা, আব্দুর রশিদ, আলী আমজাদ ও দীপু। ম্যানেজার ও কোচ হিসেবে আছেন মেজবাহ উদ্দিন আজাদ ও আব্দুল মবিন।

 

কুস্তি দলকে শুভকামনা জানিয়ে ওয়ালটন গ্রুপের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তিতে আমাদের শিরিন ব্রোঞ্জ পদক জিতেছেন। আশা করছি এই গেমসেও কুস্তি দল পদক নিয়ে আসবে। তুর্কমিনিস্তানগামী বাংলাদেশ কুস্তি দলের জন্য ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। তারা সুস্থ্যভাবে সেখানে যাক ও ফিরে আসুক সেই কামনা করছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল